October 30, 2024, 8:02 pm
শেখ ইমন,শৈলকুপা(ঝিনাইদহ)/
ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটাকে কেন্দ করে সার ব্যবসায়ী উজ্জল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রবিবার উপজেলার চরধলহরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত উজ্জল চরধলহরা গ্রামের ওহাব মন্ডলের ছেলে।
আহত উজ্জল হোসেন জানান, বেশকিছুদিন ধরে তার জমিতে লাগানো নেপিয়ার ঘাস রাতের আধারে কেটে নিচ্ছিলো চোরেরা। এমন অবস্থায় উপায়ন্ত না দেখে ঘাসের জমি পাহাড়া দিয়ে একই গ্রামের ইউনুচ বিশ্বাস নামের এক ব্যক্তিকে শুক্রবার ভোরে জমিতেই ঘাস কাটা অবস্থায় ধরে ফেলে। তারই জের ধরে আজ সকালে উজ্জল হোসেন তার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে ক্ষুদের মোড় নামক স্থানে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা ইউনুচ বিশ্বাস,গোলাম রসুল,আইনাল শেখ,মানিক বিশ্বাসসহ প্রায় ৮-১০ জন এলোপাতাড়িভাবে চাইনিজ কুড়াল ও রড় দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত¦কভাবে আহত করে । পরে এলাকাবাসি আহত উজ্জলকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছে তার অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মহসিন হোসেন জানা, ঘটনা শুনেছি, আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তদন্ত সাপেক্ষে বাবস্থা নেওয়া হবে।
Leave a Reply