প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২১, ১০:০২ পি.এম
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ঔষধ কোম্পানির প্রতিনিধি নিহত
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
কুষ্টিয়া জেলার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আবু আব্দুল্লাহ (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন । সে এরিস্টো ফার্মা ঔষধ কোম্পানির ভেড়ামারা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন বলে ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে । নিহত মোহাম্মদ আবু আব্দুল্লাহ সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কুলিয়া গ্রামের মোহাম্মদ গোলাম ছাত্তারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় তিনি মোটরসাইকেল যোগে কুচিয়ামোড়া যাওয়ার পথে গাউছিয়া দৌলতপুর কাটাদারা পৌঁছালে রাস্তার উপরে শুকাতে দেওয়া উলা খড়ে মোটরসাইকেলের চাকা পিছলে গিয়ে রাস্তার উপরে পড়ে যায় । সেই সময় স্টারিং ট্রলিটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মোটরসাইকেল চালককে চাপা দেয় এবং মোটরসাইকেল চালক সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নিহত হন ।
সংবাদ পেয়ে ভেড়ামারা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলি আটক করে এবং ট্রলিটি বর্তমানে ভেড়ামারার কুচিয়ামোড়া ক্যাম্পে আছে ।
এই বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি