দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক রাকিব শেখকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। আটক রাকিব দিঘলিয়া উপজেলার মহসীন শেখের ছেলে।
নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিচালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার, রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন, শরাফপুরের বাবু ও তার স্ত্রী শিউলী।
ডুমুরিয়া থানার ওসি ওবায়দুর রহমান জানান, বালুভর্তি ট্রাক ও অটোরিকশা খুলনার দিকে যাচ্ছিল। ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি খাদে পড়ে যায়। একপর্যায়ে নিয়ন্ত্রণ ট্রাকটিও পড়ে যায় খাদে। সঙ্গে সঙ্গে রেশমা নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। অটোরিকশার ওপর বালুভর্তি ট্রাকটি পড়ায় পানির নিচে দেবে যায়। এতে অটোরিকশা থেকে কেউ বের হতে পারেননি।
পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির ভেতর থেকে আরো তিনজনের লাশ উদ্ধার করেন বলে জানান ওসি।
এদিকে, দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রায় চার ঘণ্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিকেল ৫টার দিকে উদ্ধারকাজ শেষ হলে চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি