December 23, 2024, 9:20 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী অধ্যুষিত সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোর রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম রাজু আহম্মেদ ৩৪, তিনি দরবেশপুর গ্রামের মোন্তাজ মন্ডলের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পুলিশ জানিয়েছে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘ গোলমালের সূত্র ধরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম নিহতের পরিবারের সদস্যদের উদ্বৃতি দিয়ে বলেন, প্রতিদিনের মতো রাজু বাসায় ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে হঠাৎ করে প্রতিপক্ষের লোকজন পুরো বাড়ি ঘিরে ফেলে। রাজুকে তার ঘর থেকে বের করে এনে পরিবারের সদস্যদের সামনেই গুলি করে। গুলিবিদ্ধ রাজুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান এলাকায় কয়েক স্তরের গ্রæপিং রয়েছে। নাম না উল্লেখ করে ওসি জানান এদের মধ্যে একটি চরমপন্থী দলের দুই শীর্ষ নেতারও দুটি সক্রিয় গ্রæপ রয়েছে।
নিহতের এক চাচাতো ভাই নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান তারা হত্যাকারী চেনেন কিন্তু নাম বলতে ভয় পাচ্ছেন। তিনি জানান চরমপন্থীদের বাইরেও আওয়ামী লীগের জেলা শীর্ষ পর্যায়ের অনেক নেতা এই এলাকার দীর্ঘ অধিপত্য নিয়ে রাজনীতির বিভিন্ন বিষয়ে বিভিন্ন গ্রæপকে সহযোগীতা দিয়ে থাকে। এসবেরই ফল এই হত্যাকান্ড।
তিনি জানান সেপ্টেম্বরের ৪ তারিখে ঐ একই গ্রæপ জেলা পরিষদ সদস্য মামুনকে আক্রমণ করে তাকে বেধড়ক কুপিয়েছিল। মামুন এখনও চিকিৎসাধীন।
জানা গেছে মামুন বিবাদমান এক পক্ষের নেতৃত্ব দিয়ে থাকেন।
আরেক পক্ষের নেতৃত্বদানকারী আব্দুল আলিম মোবাইলে জানান দীর্ঘদিনের বিবাদে জড়িয়ে আছে এই এলাকাার অসংখ্য মানুষ। কখন কোন ঘটনায় কে কাকে মারছে, খুন-জখম করছে সেটা বোঝা মুশকিল।
ওসি জানান এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এদের কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি জানান।
এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
Leave a Reply