দৈনিক কুষ্টিয়া অনলাইন/
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ ঝিনাইদহের একটি দল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও জাল টাকা সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন আরজু (৩৫ কে গ্রেফতার করেছে।
র্যাবের আরও দাবি গ্রেফতারের পর রাসেলের ’বাহিনী’ র্যাব সদস্যদের সাথে গোলাগুলিতে লিপ্ত হয়। তবে ঐ নেতার পরিবারের সূত্র ও সমর্থ
করা এ অভিযোগ অস্বীকার করেছে।
ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে।
রাসেল আসন্ন ইউপি নির্বাচনে কয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হতে চেয়ে এলাকায় জনসংযোগ করছিলেন।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফ বলেন র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া কলেজ সংলগ্ন এলাকায় অভিযানে যায়। রাসেলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও নগদ ৫০ হাজার জাল টাকা উদ্ধার করে।
র্যাব কর্মকর্তা জানান রাসেল দীর্ঘ দিন ধরে এলাকায় চরমপন্থী সিন্ডিকেটের নেতা হিসেবে একটি সন্ত্রাসী বাহিনী পরিচালনা এবং মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন।
মেজর শরিফ বলেন আরজুকে আটকের পর সাক্ষীর জন্য নাম-ঠিকানা লেখার সময় প্রায় ৮-১০টি মোটরসাইকেল করে আরজুর লোকজন র্যাবের ওপর হামলা চালায়। তারা র্যাবের গাড়ি ভাঙচুর করে বেশ কয়েকটি ককটেল বোমা নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য র্যাব-৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে আরজুকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
কয়া ইউনিয়নের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন জানান এলাকায় স্থানীয়ভাবে অনেক অপরাধী চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। এলাকার সাধারণ কিশোরদের ব্যবহার করে এই চক্র নানা অপরাধ চালিয়ে যাচ্ছে।
রাসেলের ঘনিষ্ঠরা দাবি করেছে রাসেলের এলাকায় তৎপরতা পছন্দ করতে পারছেন না এমন একটি মহল ষড়যন্ত্র করে রাসেলকে ধরিয়ে দিয়েছে।
রাসেলের বিরুদ্ধে অস্ত্র, জাল টাকা ও র্যাবের উপর হামালার অভিযোগে তিনটি মামলা করা হয়েছে। তাকে কুমারখালী থানায় হস্তান্তর করা হবে তিনি জানান মেজর শরিফ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি