দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্বাবধায়কসহ ৩ জনের বিরুদ্ধে ওষুধ ক্রয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুনীর্তি দমন কমিশন।
কমিশনের ঢাকা অফিসের উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান বাদী হয়ে আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার সিনিয়র দায়রা জজ আদালতে এ মামলা করেন।
এামলার অভিযুক্তরা হলেন ২৫০-শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডা. হাসানুজ্জামান, সাবেক এ্যাসিসট্যন্ট কাম মেরামত প্রকৌশলী এই ইইচ এম আব্দুর কুদ্দুস ও রাজশাহীর মেসার্স প্যারাগন এন্টাপ্রাইজের প্রোপাইটার জাহেদুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়েছে যে, উল্লেখিত ব্যক্তিবর্গ পরস্পর যোগসাজশ করে অসৎ উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ২০১৮-১৯ অর্থ বছরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জন্য বাজার দরের চেয়ে আধিক দরে মেডিকেল যন্ত্রপাতি ক্রয় করে সরকারী ১ কোটি ১০ লক্ষ ৩৫ হাজার ৯৭০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে।
দুনীর্তি দমন কমিশন কুষ্টিয়ার সমন্বিত কার্যালয়ের আইনজীবি আল মুজাহিদ হোসেন মিঠু জানান আদালত মামলা গ্রহন করেছেন। মামলা শুনানীর কোন তারিখ আদালত দেননি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি