December 22, 2024, 12:15 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন ছিলেন করোনা আক্রান্ত অন্যজন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। একই সময়ে ২২১ টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৭১ শতাংশ।
আজ বৃহস্পতিবার করোনা ডেডিকেটেড ২৫-শয্যা কুষ্টিয়া সিভিল সার্জন ডা. আনেয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল বুধবার বার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৮৪ জন।’
তিনি আরও বলেন, ‘করোনা নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’
বর্তমানে হাসপাতালে ৪৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ২২ জন করোনা আক্রান্ত ও ২৬ জন উপসর্গ নিয়ে। জেলায় হোম আইসোলেশনে আছেন ২০০ জন।
এর আগের ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় করোনায় ৩ জন ও উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ১৭৮টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ৩১ শতাংশ।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৭৫ জন এবং মারা গেছেন ৭৬২ জন।
Leave a Reply