জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় সত্তর বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বুধবার বিকেল ৪ টার দিকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে ওই দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চিলাহাটি থেকে ডাউন রূপসা এক্সপ্রেস ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। আলমডাঙ্গা স্টেশনের ১ নং প্লাটফর্মে দাঁড়িয়েছিল চিলাহাটিগামী রকেট এক্সপ্রেস ট্রেন। এসময় অজ্ঞাত এক বৃদ্ধ আলমডাঙ্গা স্টেশনের ২ নং প্লাটফর্ম থেকে ১ নং প্লাটফর্মের দিকে যাচ্ছিলেন। রূপসা এক্সপ্রেস ট্রেনটি আলমডাঙ্গা স্টেশনে পৌঁছালে দ্রুত আবারও ২ নং প্লাটফর্মের উপর ওঠার চেষ্টা করেন তিনি। প্লাটফর্মে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় নিহত হন ওই বৃদ্ধ। অজ্ঞাত ওই বৃদ্ধের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গী।এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তেও চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি