December 23, 2024, 5:56 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা /
চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে ফাহমিদা ফাইম (৩৪) নামে এক নারীকে ছুরিকাঘাত করেছে প্রাক্তন স্বামী। এতে গুরুতর জখম হয়েছেন তিনি। আজ সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ায় ওই ঘটনা ঘটে। আহত ফাহমিদা ফাইম শেখপাড়ার আবু কাউসার মধুরর মেয়ে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত স্বামী জসিম উদ্দিনকে (৪০) আটক করেছে পুলিশ। আহত ফাহমিদার বাবা আবু কাউসার মধু জানান, বেশ কয়েক বছর আগে সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মৃত আব্দুল বাবির ছেলে জসিম উদ্দিনের সাথে আমার মেয়ের বিয়ে দিই। বিয়ের পর থেকেই খুটিনাটি বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। তাদের দুই ছেলে ও এক মেয়েও আছে। সম্পর্কের অবনতি হওয়ায় ১ বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তালাক দেয়ার পরও জসিম আমার মেয়েকে উত্যক্ত করে আসছিল। আজ হঠাৎ আমার বাড়ি আসে জসিম। এসময় আমার মেয়ে ঘরে ঢুকে তাকে চাকু দিয়ে চাকু দিয়ে আঘাত করে সে। আমার মেয়ের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জানান, ফাহমিদার দুই হাতের ডানাসহসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান জানান, অভিযুক্ত জসিমকে আটক করা হয়েছে। তবে, এখনও থানায় কোন অভিযোগ করেনি ভুক্তভোগীর পরিবার। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply