December 23, 2024, 5:31 pm
জহির রায়হান সোহাগ ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে আব্দুল আলিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মৃত আব্দুল আলিম আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের নাজমুল হকের ছেলে। সে শারীরিক প্রতিবন্ধী ছিল।
আলিমের মা সাবিনা খাতুন জানান, স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ছেলেকে নিয়ে সদর উপজেলার হাতিকাটা গ্রামের মাঠপাড়ায় বাবার বাড়িতে বসবাস করি। গত রাতে তার নানীসাহেদা বেগমের সাথে ঘুমিয়ে ছিল আলিম। রাত ৩ টার দিকে তার ডান হাতে একটি বিষধর সাপ কামড় দেয়। আজ বেলা ১১টার দিকে তাকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে এক কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ চিকিৎসা করতে না পারায় সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম জানান, ঠিক সময় মতো আলিমকে হাসপাতালে নিলে তার বাঁচার সম্ভাবনা ছিল।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান জানান, ওই ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
Leave a Reply