December 22, 2024, 9:24 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে ২৭৯ টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৪ শতাংশ।
আজ সোমবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে জেলায় সু¯’ হয়েছেন ৪৩ জন।’
এর আগের ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ১৮০টি নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৫ শতাংশ। একই সময়ে সু¯’ হন ৪১ জন।
তিনি জানান বর্তমানে হাসপাতালে ৬৩ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন ২৬৪ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৩২ জন এবং মারা গেছেন ৭৬০ জন।
Leave a Reply