প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২১, ৬:২৭ পি.এম
খোকসার বাজারে সরবরাহ না থাকায় কাঁচামালের দাম ঊর্ধ্বগতি
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা পৌরসভা সহ বিভিন্ন বাজারে কাঁচামাল সরবরাহ না থাকায় হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়েছে। ফলে ভোক্তারা একরকম নাজেহাল হচ্ছে তাদের সাধ এবং সাধ্যের সমন্বয় ঘটাতে।
সরেজমিনে গতকাল রবিবার সকালে উপজেলার পৌরসভার বিভিন্ন বাজারসহ এলাকা পরিদর্শন করে দেখা গেছে আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে বিস্তর তফাৎ এর মধ্য দিয়ে প্রতিটা সবজির মূল্য কেজি প্রতি ৪ টাকা থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
এসকল বিষয় নিয়ে কথা বলতে গেলে আরো তাদের বক্তব্যে থেকে যা জানা যায় তারা বলেন বৃষ্টির কারণে কৃষকরা সবজি উৎপাদন তেমন করতে পারছেনা হলো তো বাজারে সরবরাহ ঘাটতি আছে বলেই প্রতি কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পাচ্ছে।
অপরদিকে খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা তারা আরতদারের কাছ থেকে মাল ক্রয় করে যাতায়াত খরচ বাদ দিয়ে দেখা যাচ্ছে প্রতি কেজিতে ৪ থেকে ৫ টাকা আবার বৃদ্ধি করে বিক্রি করছে ভোক্তা পর্যায়ে।
এর ফলে বাজারের ভুক্ত আলাদা কৃষকের উৎপাদিত পণ্যের ৮ থেকে ১০ টাকা অধিক মূল্য দিয়ে ক্রয় করে ভোক্তাগন। ফলতো এই কাঁচা বাজারের বিস্তর তফাৎ এর কারনে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেকটা হিমশিম খেতে হচ্ছে বলে স্থানীয় ভুক্তভোগীরা এ প্রতিবেদককে জানান।
এদিকে ভোগ্য পণ্যের মধ্যে তেল ডাল ডিম এবং কাঁচামরিচ সহ বিভিন্ন পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় নেতারা দুর্বিষহ জীবনযাপন করছে বলেও ভুক্তভোগীদের অভিযোগ।
তবে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এলসির চাউল আসার কারণে বাজারে চালের মূল্য ঊর্ধ্বগতি অনেকটাই স্থিতিশীল রয়েছে বলে পাইকারি ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা জানালেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি