দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের করিমপুর ব্লকের প্রণোদনার কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে কমিউনিটিভিত্তিক পেঁয়াজের বীজ তলা পরিদর্শন করলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিষ্ণুপদ সাহা।
রবিবার দুপুরে নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রান্তে কৃষক পর্যায়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ এর লক্ষ্যমাত্রা বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রধান বিচার ও অন্যান্য উপকরণ কৃষকদের প্রান্তিক পর্যায়ে কিভাবে পেঁয়াজ বীজ বপন করছে সে বিষয়ে সরোজমিনে দেখতে তিনি করিমপুর কৃষি ব্লকে যান। এসময় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
উক্ত পরিদর্শনকালে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সহ স্থানীয় বেশ কয়েকজন কৃষকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply