October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৮০টি নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৪১ জন।
আজ রোববার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৭ জনের করোনা শনাক্ত হয়। একই সময়ে জেলায় কারো মৃত্যু হয়নি।’
বর্তমানে হাসপাতালে ৭০ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ৩২ জন। বাকি ৩৮ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন ২৭২ জন।
জেলায় এ পর্যন্ত ১৮২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ৭৫৯ জন।
Leave a Reply