দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা
সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের ন্যায্য সংগত ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৭২ দফা কর্মবিরতির প্রস্তুতিমূলক সভা শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে খোকসা বাসস্ট্যান্ডে ট্রাক মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি হাজী আব্দুস সাত্তার এর সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমুলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, কোষাধক্ষ্য মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান জিকু, হাজী আব্দুল বারিক, আব্দুর রাজ্জাক, রুবেল সহ আরো অনেকে।
৭২ ঘন্টা কর্মবিরতি উক্ত প্রস্তুতিমুলক সভায় বক্তারা বলেন, পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের ন্যায় সংগত ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২১ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত কভার ভ্যান, ট্রাক, প্রাইমমুভার-ট্রেইলার, মিনিট্রাক/পিকআপ এ সারাদেশের সাথে এক যোগে কুষ্টিয়া খোকসা সমিতি একাত্মতা প্রকাশ করা হয়েছে।
সারাদেশের কর্মবিরতি পালনে মালিক এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সেই সাথে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে সঠিকভাবে সারদেশে পণ্য পরিবহনে সহায়তা করেন।
Leave a Reply