দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌরসভার সেরকান্দি রেলবস্তির নিজ ঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
আটক মাদক ব্যবসায়ী সেরকান্দি রেলবস্তির মৃত বক্কার সাধুর ছেলে শাহিন(৩৫)।
অভিযান পরিচালনাকারী সাব ইন্সপেক্টর জসিম জানান, দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী শাহিন পুলিশের চোখে ধুলো দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে সঙ্গীয় পুলিশসহ রেলবস্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ ঘর থেকে আটক করা হয়েছে। এসময় ২০০ পিচ ইয়াবা, ১৭৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, একাধিক মাদক মামলার আসামী শাহিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply