October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের দাওয়াতে এসে মাইক্রোবাসের ধাক্কায় ইবাদত শেখ (৭০) নামে এক বৃদ্ধ আহত হয়েছে। শুক্রবার দুপুর পৌঁনে দুইটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের ছেউড়িয়া দবীর মোল্লা গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। আহত ইবাদত শেখ কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত বাবর আলী শেখের ছেলে। স্থানীয়রা জানান, আহত ইবাদত শেখ তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে ছেউড়িয়া গ্রামে বিয়ের দাওয়াত খেতে এসেছিলো। জুম্মার নামাজ শেষে ফেরার পথে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাকে সজোড়ে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় এলাকাবাসী ইবাদত শেখকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়।
Leave a Reply