দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নিজের ফেসবুক আইডিতে লাইভে প্রধানমন্ত্রীকে গালাগাল করার অপরাধে কুষ্টিয়ায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঐ যুবকের নাম টিপু সুলতান ইব্রাহিম (২৩)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া গ্রামের খোকন আলীর ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান ঐ যুবক মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে অনলাইন বিজনেস প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রতিষ্ঠা থেকে শুরু সকল কার্যক্রম নিয়ে কথা বলেন এবং এর সঙ্গে সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। একই সাথে এসবের পৃষ্টপোশক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেন।
এ ঘটনায় একই এলাকার এজাজুল হাকিম নামের এক ব্যক্তি ঐ যুবকের বিরুদ্ধে বুধবার দুপুরে কুষ্পিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
মামলায় বাদী উল্লেখ করেন ঐ যুবকের কর্মকান্ডে এলাকায় লোকজনের মধ্যে গভীর ক্ষোভের সঞ্চার হয়। ঘটনায় তিনি রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন সহ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা দেখেনে।
এজাহারে আরো বলা হয় ভিডিওটি দেখে অনেকে শেয়ার করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় সবাই আহত হন। এহেন কর্মকান্ডে প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুন্ন হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রাত সাড়ে নঢটার দিকে তার নিজ এলাকা থেকেই ঐ যুবককে গ্রেপ্তার করে। ঐ যুবকের পরিচয়ের বিষয়ে ওসি জানান টিপু সুলতানের পরিবার এক সময় জামাতের রাজনীতির সাথে জড়িত ছিল। সে একটি বেসরকারী পলিটেকনিক কলেজের ছাত্র।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন রাতেই তাকে কুষ্টিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি