প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২১, ৮:৪৮ পি.এম
খোকসায় ডিঙ্গি নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকাবাইচ প্রতিযোগিতা। ৬ দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতায় বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গোপগ্রাম খালে অনুষ্ঠিত হলো ফাইনাল খেলা।
প্রতিযোগিতায় ১০ টি দল অংশ গ্রহণ করে। এবং ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নের মায়ের দোয়া দলটি। প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নৌকাবাইচ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম ওরফে শফি লিডার। এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম, ধোকড়াকোল কলেজের শিক্ষক অনিরুদ্দিন আহমেদ প্রমুখ। প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিল তাজ ইলেকট্রনিক্স।
আয়োজকদের মধ্যে অন্যতম মিল প্রামানিক জানান , প্রতিবছরই তারা বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভন্ন খেলার আয়োজন করেন। যার মধ্যে লাঠি খেলা, কাবাডি, হাডুডু অন্যতম। এবছর ছিল ডিঙ্গি নৌকার প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় ১০ টি দল অংশ গ্রহণ করে। ৬ দিন ব্যাপী খেলার ৪র্থ দিনে তিনটি দলের মধ্যে কুমারখালী জগন্নাথপুরের মায়ের দোয়া, কুমারখালী জোতপাড়ার প্রবাসী এক্সপ্রেস ও খোকসা গোঁসাই ডাঙ্গীর পূবের ভিটা ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে কুমারখালী জগন্নাথপুর বিজয়ী হয়। বিজয়ী দলকে ২৪” এলইডি টিভি পুরস্কার দেয়া হয়। এবং অপর দুই দলকে ২১” ও ১৪” সিআরডি টিভি দেয়া হয়েছে। তিনি আরো জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা গুলো যাতে মানুষের মাঝ থেকে হারিয়ে না যায় সে কারনেই তারা এমন উদ্যোগ নিয়েছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি