প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২১, ৮:৩৭ পি.এম
খোকসায় টিকা কেন্দ্রে উপচেপড়া ভীড়
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়া খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ করোনা টিকা নিতে উপছেপরা ভিড় দেখা দিয়েছে। উপজেলায় এ পর্যন্ত করোনার টিকা রেজিস্ট্রেশন করেছেন ৩৩ হাজার ৭৫৭ জন। এদের মধ্যে মোট টিকা প্রদান করা হয়েছে ৩১ হাজার ৬৩ ডোজ।
উপজেলায় অ্যাস্ট্রোজানিকা'র প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৮ হাজার ৭৩৭ ডোজ, দ্বিতীয় টিকা দেওয়া হয়েছে ৪ হাজার ৬৯৯ জন কে।
এছাড়াও সিনোফার্মার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ১১ হাজার ৯৭৯ ডোজ এবং দ্বিতীয় ডোজ টিকা সম্পন্ন হয়েছে ৫ হাজার ৬৪৮ জন কে। উপজেলা দুই রকমের টিকার দুই ডোজ সম্পন্ন হয়েছে মোট ১০ হাজার ৩৪৭ জন।
এ নিয়ে উপজেলায় মোট করোনায় ৩১ হাজার ৬৩ ডোজ টিকা প্রদান করা হয়েছে বলে অফিস সূত্রে জানানো হয়েছে।
একই সময়ে উপজেবাসীর পক্ষ থেকে ৩৩ হাজার ৭৫৭ জন টিকা নিতে রেজিষ্ট্রেশন করেছেন।
এদিকে বৃহস্পতিবার সকালেও উপজেলা টিকা কেন্দ্রে উপছে পরা ভিড় দেখা গেছে। লম্বা লাইনে দীর্ঘ সময় নারী পুরুষ প্রার ৪ শত জন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকছন তবে করোনা মহামারীর টিকার সুষ্ঠুভাবে পরিচালনার কারণে খোকসায় করোনার আক্রান্ত ও মৃত্যুর হার অনেকটাই থেমে গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে এ পর্যন্ত মোট ৩ হাজার ৩০৭ টি নমুনা পরীক্ষা করে ৯৮১ জন করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৫ জন মৃত্যু বরণ করেছেন।সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯০৭ জন। বর্তমানে উপজেলায় হোম আইসোলেশন এ আছেন ৩৯ জন।এ অবস্থায় যদি জনসাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলেন শূন্যের কোঠায় করোনার আক্রান্তের সংখ্যা আসতে সময় লাগবে না বলে স্বাস্থ্য বিভাগের দাবি। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, করোনার স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করতে সরকারের টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি মানার জন্য সকলকে নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং মাক্স পরিধান করে চলাচলের জন্য আহ্বান জানান।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি