December 22, 2024, 8:47 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু ঘটেছে। এদের মধ্যে ৩ জন ছিলেন করোনা আক্রান্ত এবং ৩ জন করোনা উপসর্গে আক্রান্ত। একই সময়ে ২৫০টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৮ শতাংশ।
করোনায় মৃতদের মধ্যে রয়েছেন ইসলামী বিশ^বিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাবুদ জুয়েল।
আজ মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৭৯ জন।’
এর আগের ২৪ ঘন্টায় করোনায় মারা যান ২ জন। একই সময়ে ২৫০টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৮০ শতাংশ।
তিনি জানান বর্তমানে হাসপাতালে ৫২ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৫৫ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৫৭ জন এবং মারা গেছেন ৭৫২ জন।
Leave a Reply