December 22, 2024, 7:53 pm
বকুল চৌধুরীঃ
ইতি মধ্যে প্রায় প্রতিটি মন্দিরে প্রতিমা নিমার্ণের কাজ শুরু হয়েছে ।এ বছরে কুষ্টিয়া জেলায় ২৫৩টি মন্ডপে শারদীয়া দূগাপূজা উদযাপিত হবে ।হিন্দু ধর্মবলম্বীদের সর্ববৃহৎ ধমীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়া জেলায় পূজা মন্ডপ গুলোতে ইতি মধ্যে রঙ তুলি কাজ শেষ হয়েছে। হিন্দু ধর্মবলীদের মধ্যে শারদীয় উৎসবের আগমনী বার্তা বয়তে শুরু করেছে। কুষ্টিয়াজেলা ২৩২টি মন্দির ও মন্ডপে দূগাপূজা অনুষ্ঠিত হবে ।২৫৩টি মন্দির মন্ডপে প্রতিমা তৈরির কাজ সমাপ্ত হয়েছে। এর মধ্যে দোলতপুর উপজেলা ১৭টি মন্ডপে, ভেরামারা উপজেলা ১০টি মন্ডপে মিপুর উপজেলায় ২৬টি মন্ডপে, খোকসা উপজেলায় ৬১টি মন্ডপে, কুমারখালী উপজেলায় ৫৮টি মন্ডপে ও কুষ্টিয়া সদর উপজেলায় ৮১ টি মন্ডপে প্রতিমা তৈরি করা হচ্ছে, জেলায় প্রতিমা বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে।
আগামী ১২ই অক্টোবর প্রতিমার বধন/আসন গ্রহণ হয়েছে, আজ ১৩ই অক্টোবর মহা ষষ্টী, আগামী ১৪ ই অক্টোবর মহা সপ্তমী,আগামী ১৫ই অক্টোবর মহা অষ্টমী, ১৬ই অক্টোবর মহা নবমী, ১৭ই অক্টোবর শুভ বিজয়ের দশমী ও প্রতিমা বিশজন মাধ্যমে পূজা সমাপ্ত ঘটবে।
হিন্দু ধর্মবলী পন্ডিতরা জানা যায় মা দেবী দূর্গা প্রতিমা স্বর্গে কৌলাস পর্বত হতে দেবী দূর্গা ঘোড়ায় চরে মর্তে আগমন এবং শুভ বিজয়ী দশমী বিশর্জন মাধ্যমে ভক্তদের কাদিয়ে দোলায় করে স্বর্গে কৌলাস পর্বতে গমন করবে।
Leave a Reply