দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অকালে মারা গেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার আব্দুল্লাহিল মাবুদ জুয়েল। সোমবার বেলা ৫.৩০ মিনিটের দিকে তিনি মারা যান।
তার বয়স হয়েছিল ৪৪ বছর।
খোন্দকার কূদরত-ই-খোদা বিদ্যুত জানান বেশ কয়েকদিন ধরেই সর্দি ও ঠান্ডা-কাািশতে আক্রান্ত ছিলেন জুয়েল। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। সোমাবার সন্ধ্যায় তার শ^াস-প্রশ^াসে সমস্যা দেখা দিলে প্রথমে স্থানীয় একটি প্রাইভেট কিøনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসার এক পর্যায়ে তার অক্্িরজেন লেভেল ৭০’র নিচে নেমে গেলে দ্রæত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
সেখানে তার অবস্থার আরো অবনতি ঘটলে তাকে ঢাকা এপোলতে স্থানান্তর করা হয়। সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে আসা এয়ার এ্যাম্বুলেন্সে তোলার আগ মুহুর্তে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম জানান জুয়েলের উচ্চ ডায়াবেটিস ছিল। একই সাথে তিনি মাইল্ড স্ট্রোকও করেছিলেন।
মৃত্যুকালে জুয়েল স্ত্রী, ১২ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী একটি মেয়ে রেখে গেছেন।
এদিকে এ মৃত্যুতে শোক প্রকাম করেছেন বিভিন্ন মহল।
গভীর শোক ও দংখ প্রকাশ করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া অপর এক শোকবার্তায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আব্দুল্লাহিল মাবুদ জুয়েল এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দংখ প্রকাশ করেছেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহাবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।
শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মতিউর রহমান লাল্টু, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. আমানুর আমান, ইসলামী বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি