December 22, 2024, 9:27 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে ২৫০টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু ঘটে। একই সময়ে ১০৪ টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৩ শতাংশ।
আজ সোমবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৮৯ জন।’
তিনি জানান বর্তমানে হাসপাতালে ৪৫ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৭৪ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১২০ জন এবং মারা গেছেন ৭৪৯ জন।
Leave a Reply