December 22, 2024, 7:24 pm
আব্দুল আলিম ভেড়ামারা/
কুষ্টিয়ার ভেড়ামারার পরানখালি মির্জাপুর তালতলার নিকট সন্ত্রাসীদের হামলায় কাঠ মিস্ত্রী আজিজ মন্ডলের ছেলে আকাশ মন্ডল গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় ১২ জন কে আসামী করে ১টি মামলা দায়ের হয়েছে। মামলা নং-১৩ তাং ১৭-০৮-২০২১ ইং। ১২ জন আসামীর মধ্যে ৭ জনের জামিনে হওয়ায় আসামীরা বাদীর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান অব্যাহত রেখেছে। আজিজ মন্ডল একজন কাঠ মিস্ত্রী হওয়ায় সে ও তার পরিবার নিরাপত্তাহীনতায় দিন যাপন করছে।
ভেড়ামারা থানা সুত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালি আখ সেন্টারের সামনে গত ঈদুল ফেতরের পরের দিন সন্ধ্যাবেলায় আযানের সময় উ”চস্বরে সাউন্ড বক্্ের গান বাজানো বন্ধ করতে বলে কাঠ মিস্ত্রী আজিজ মন্ডলের ছেলে আকাশ মন্ডল। এ ঘটনায় আকাশ মন্ডলের সাথে একই এলাকার বিমল মন্ডল ও তানজিরুর ইসলামের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে ১৬ আগষ্ট মির্জাপুর তালতলা গোর¯’ান মাঠে মির্জাপুর বনাম পনানখালি ফুটবল একাদশের খেলা দেখে আকাশ মন্ডল বাড়ি ফেরা পথে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীরা হলো ভেড়ামারার মির্জাপুর হাবড়িপাড়ার আনারুল ইসলামের ছেলে রানা (২০), পরানখালি এলাকার বাবুল মন্ডলের ছেলে বিমল মন্ডল (২৪), খলিল মন্ডলের ছেলে তানজিরুর ইসলাম (১৯), মির্জাপুর মধ্যপাড়ার শিহাবুলের ছেলে রকি (২৩), খবিরের ছেলে রনক (২০), আশরাফুলের ছেলে আশিক (২১), আলমের ছেলে আকাশ (২২), মৃত ওমরের ছেলে আলামিন (২০), জিল্লুর ছেলে জিম (২০). জাহাঙ্গীরের ছেলে শামীম (২১), সোনা মন্ডলের ছেলে আবির (২২) ও মির্জাপুর মধ্যপাড়ার মৃত শফিকুলের ছেলে সাগর (১৫)সহ অজ্ঞাত ৬/৭ জন। উক্ত সন্ত্রাসীদের হামলায় কাঠ মিস্ত্রী আজিজ মন্ডলের ছেলে আকাশ মন্ডল দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। আহত আকাশ মন্ডল কে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক হলে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। আকাশ মন্ডল মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, এই মামলায় একাধিক আসামাীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছি । বাঁকী আসামীদের কে আটক অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply