November 3, 2024, 12:30 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
এক দীর্ঘ বন্ধের পর কুষ্টিয়ায় সরকারী-বেসরকরাী ও কিন্ডার গার্টেন খুলেছে। অনেক স্কুল শিক্ষার্থীদের স্বাগত জানাতে নানা আনুষ্ঠানিকতাও করেছে। সরকারী জেলা স্কুলে ও গার্লস স্কুলে শিক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য প্রধান ফটকে ফুল ও বেলুন দিয়ে সাইনবোর্ড টাঙানো হয়।
প্রতিণ্ঠানগুলোতে ব্যবস্থা রাখা হয় হাত ধোয়ার। শিক্ষার্থীরা নিয়ম মেনে স্কুলে প্রবেশ করে।
গার্লস স্কুলে শিক্ষার্থীদের সাথে তাদের অনেক অভিভাবকদেরও দেখা যায়। তবে তাদের নিরাপদ দুরত্ব বজায় রাখতে স্কুল থেকে নির্দেশ দেয়া হয়েছে।
রবিবার সকালে কুষ্টিয়া সরকারী জেলা স্কুলে ও গার্লস স্কুলে শিক্ষার্থীদের স্বাগত জানান জেলা প্রশাসক ও স্কুলের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বেশ কয়েকটি ক্লাস পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের যথা নিয়ম মেনে স্কুলে ক্লাস করার আহবান জানান।
শহরের কয়েকটি বিদ্যালয়ে পরিদর্শন করে দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছাস থাকলেও বেশ কয়েকটি বিদ্যালয়ে কাঙ্খিত পরিমাণ শিক্ষার্থী হাজির হয়নি।
একটি স্কুলের প্রধান শিক্ষক জানান অনেক অভিভাবক তাদের সঙ্গে যোগাযোগ করে স্কুল খোলার পর পরিস্থিতি আরো দু একদিন পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন।
সরকারী জেলা স্কুলে ও গার্লস স্কুলের সামনে কথা হয় দিলারা হাসান নামের এক অভিভাবকের সাথে তিনি জানান তার বাচ্চা ক্লাস ফাইভে পড়ে। তিনি বাচ্চাকে স্কুলে আনেননি। তিনি স্কুলের পরিবেশ দেখতে এসেছেন।
তিনি স্কুলের পরিবেশ ভাল বলে মন্তব্য করেন।
কুষ্টিয়ার অন্যতম বেসরকারী স্কুল কুষ্টিয়া পাবলিক স্কুলের ডিরেক্টর শাহনাজ আমান জানান প্রাথমিক সেকশনে করোনা পরিস্থিতির নিদের্শনা অনুযায়ী দিনের প্রথমার্ধে প্রথম দিনে ৬১ জন শিক্ষার্থীকে এলাউ করা হয়েছে। যথাযথ পরিবেশ মেনে স্কুল কার্যক্রম শুরু করা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply