দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা হলেও ১৬ গ্রেপ্তার হয়নি অভিযুক্ত আসামি। মামলার বাদীর অভিযোগ পুলিশ আসামির কাছ থেকে টাকা খেয়ে আসামি ধরছেনা।
উপজেলার খোকসা ইউনিয়নের হেলালপুর গ্রামের জৈনক কৃষক এর ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গত ২৭ আগস্ট তারিখে প্রতিবেশী লম্পট মোঃ শাহীন আলম (৩৫) এর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা হলেও ১৬ দিনেও অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ।
খোকসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী আইন ২০২০ এর ১০ ধারায় মামলা নং – জেএল নং – ১৬। তারিখ ২৭/০৮/২০২১ ইং।
মামলার বাদী ছাত্রীর মা জানান, প্রতিবেশী আব্দুল মজিদ এর ছেলে শাহীন আলম গত ২৭ আগষ্ট তারিখে আমার ষষ্ঠ শ্রেনী পড়ুয়া মেয়ে কে যৌনপীড়ন করে।
এ ব্যাপারে খোকসা থানায় উপস্থিত হইয়া মামালা দায়ের করি। মামলার ১৬ দিন পার হলেও আসামি পক্ষের কাছ থেকে টাকা খেয়ে পুলিশ আসামি শাহীন আলমকে গ্রেফতার করছে না।
তিনি আরো বলেন, আসামি শাহীন আলম গ্রফতার না হওয়ায়, বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নিতে হুমকি ধামকি ও আমাকে গুম করে দেওয়ার হুমকি দিচ্ছে শাহীনের আত্মীয় স্বজনরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোঃ হামিদুল ইসলাম জানান, মামলা তুলে নিতে হুমকি ধামকির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। টাকা খেয়ে আসামি গ্রেফতার করা হচ্ছে না কথাটি ঠিক নয় এটা অন্যায় কথা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, একাধিকবার আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। সন্ধান পেলে অবশ্যই আসামিকে গ্রেপ্তার করা হবে।
Leave a Reply