প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২১, ৫:৫৫ পি.এম
খোকসায় বিদ্যালয়ের আঙ্গিনা পরিস্কারে ব্যস্ত শিক্ষক কর্মচারি
হুমায়ুন কবির, খোকসা/
দীর্ঘ দেড় বছর পর করণা মহামারীর এই প্রাদুর্ভাব কাটিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আগামী ১২ সেপ্টেম্বর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। সে লক্ষে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলার সকল প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আঙিনা ও বিদ্যালয়ের সকল ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যাস্ত সময় পার করছেন বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও পরিণাম পরিচালনা পর্ষদের কতা ব্যক্তিগণ।
শিক্ষাবোর্ড কর্তৃক ১৯ দফা নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি বানাতে এরই মাঝে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এবং পরিচালনা পর্ষদের কর্তা ব্যক্তিরা বিদ্যালয়কে ধোয়ামোছা ও স্বাস্থ্যসম্মত করে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করছেন।
শুক্রবার দিন ব্যাপী উপজেলার ঈশ্বর্দি মাধ্যমিক বিদ্যালয়ের সকল আঙ্গিনা, প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবন সহ ক্লাসরুম পরিষ্কার-পরিচ্ছন্ন ও ধোয়া মোছার কাজে ব্যস্ত রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ।
ঈশ্বর্দি বিদ্যালয়ের মত উপজেলার প্রত্যন্ত এলাকার বনোগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, আমলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়, বিলজানি দাখিল মাদ্রাসা, আলহাজ্ব সদর উদ্দিন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ খোকসা আলহাজ্ব সাইদুর রহমান মন্টু কলেজ ও চাঁদট এ জেড এম ফাজিল মাদ্রাসা একইভাবে ধোয়া মোছা,পরিস্কার পরিচ্ছন্ন কাজে ব্যাস্ত সময় পার করছে কতৃপক্ষ।
এদিকে উপজেলার সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বোর্ড কর্তৃক ক্লাস রুটিন ও নিয়মকানুন মোতাবেক এক নির্দেশনা প্রদান করেছেন।
অপরদিকে করণা মহামারীর দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খুলে দেওয়ার কোথায় শিক্ষার্থী ও অভিভাবক এর মধ্যে আনন্দ উৎকণ্ঠা দেখা দিয়েছে।
তবে যেটাই বলেন না কেন, শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকের এই মেলবন্ধনে নতুন করে আবার শিক্ষা প্রতিষ্ঠান জাগ্রত হবে এমনটাই আশা প্রকাশ করছে উপজেলার শিক্ষা অনুরাগী মহলগণ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি