December 23, 2024, 2:30 am
হুমায়ুন কবির/
কুষ্টিয়ার কুমারখালীতে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বাঘা যতীনের ১০৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কয়া মহাবিদ্যালয় প্রাঙ্গনে বাঘা যতীনের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা ৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজনে কয়া মহাবিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফ হোসেন, উপজেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, কয়া মহাবিদ্যালয়ের সভাপতি নিজামুল হক চুন্নু, বীরমুক্তিযোদ্ধা চাঁদ আলী, সাংবাদিক রওশন জোয়ার্দার ও এম এ ওহাব সহ প্রমূখ।
বক্তারা বিপ্লবী বাঘা যতীনের জীবন কর্ম নিয়ে আলোচনা করেন। পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে প্রার্থনা করা হয়।
Leave a Reply