প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২১, ৮:৩৮ পি.এম
খোকসায় পাওনা টাকা না পাওয়ায় হামলা !
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় পাওনা টাকা না পাওয়ায় দুর্বৃত্তের হামলায় এমদাদুল হক নামে এক মুরগী ব্যাবসায়ীর গুরুতর আহতের সংবাদ জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গোপগ্রাম বাজারে মুরগী ব্যাবসায়ী গোপগ্রাম (সন্তসপুর) গ্রামের মৃত্যু আব্দুল মোন্নাফ এর ছেলে মোঃ ইমদাদুল হক (২৮) এর কাছে পাওনা টাকা আনতে যায় স্থানীয় পাওনাদার সজীব হোসেন, ওসমান শেখ ও আসলাম শেখ।
পাওনা টাকা না দেওয়ায় কথা কাটা কাটির এক পর্যায়ে মুরগী ব্যাবসায়ী ইমদাদুল হক এর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এতে ইমদাদুল হক গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহত ইমদাদুল হক কে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগে আনে।
জরুরি বিভাগের ডাক্তার তারে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তি করেন। বর্তমানে আহত এমদাদুল হক হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এদিকে গোপগ্রাম বাজারে গোলমালের বিষয়টি স্বীকার করেন গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। তিনি বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা করছেন বলেও জানান।
অপরদিকে খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, গোলমেলে ঘটনা শুনেছি তবে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি