দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও আটজন মারা গেছেন। এ সময় নতুন ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু ও শনাক্ত দুটোই আগের ২৪ ঘন্টার তুলনায় বেশী।
এদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৯১ জন। এ হার আগের ২৪ ঘন্টার তুলনায় বেশী।
আজ বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ২২৬ জনের।
গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত খুলনা বিভাগে আরটি-পিসিআর ল্যাব, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন প্রক্রিয়ায় মোট ১ হাজার ৬২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১০ দশমিক ২৫। আগের ২৪ ঘণ্টার চেয়ে ১৪১টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ৯
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা যায়, নতুন করে করোনায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়ার আছেন সর্বোচ্চ ৪৩ জন। এ ছাড়া চুয়াডাঙ্গার ১৫ জন, ঝিনাইদহের ৪২, খুলনার ১৭, নড়াইলের ৯, সাতক্ষীরার ১৩, বাগেরহাটের ২, মাগুরার ৫, মেহেরপুরের ৩ ও যশোরের ১৭ জন বাসিন্দা আছেন। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৭ হাজার ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরা জেলায়, ৪ হাজার ৯২ জন।
বিভাগে করোনায় ৩ হাজার ৬১ জন মারা গেছেন, মৃত্যুর হার ২ দশমিক ৭৮। করোনায় মারা যাওয়া সবশেষ আটজনের মধ্যে যশোরে তিনজন, কুষ্টিয়ার ও খুলনায় দুইজন করে এবং চুয়াডাঙ্গার একজন বাসিন্দা রয়েছেন। বিভাগের মধ্যে খুলনা জেলায় করোনায় সর্বোচ্চ ৭৭৬ জনের মৃত্যু হয়েছে, দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৪৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রতিদিন কমছে। আজ বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী ৫ হাজার ৭৬২ জন। এর মধ্যে ২৪০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১ হাজার ৪০৩ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৯২।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি