দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বহলা গবিন্দপুরে আগুনে পুড়ে বসত বাড়ি ছাই। সূত্রে জানা যায়, বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে উপজেলার চাঁপড়া ইউনিয়নের বহলা গবিন্দপুর মৃত কুড়ান শেখের ছেলে ফিরোজ শেখের বসত বাড়িতে আগুন লেগে সব পুড়ে গেছে। নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ফিরজ শেখের দাবি । বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান কুমারখালী ফায়ার সার্ভিস। এ সংবাদ পেয়ে কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শক করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণাৎ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেণ। এবং নগদ অর্থ সহায়তার আশ্বাস দেন।
Leave a Reply