জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
হাইকোর্টের নির্দেশ মোতাবেক চুয়াডাঙ্গার অভ্যন্তরিন পাঁচটি আঞ্চলিক মহাসড়কে ও খুলনা রুটে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের শহীদ হাসান চত্বরে আধা ঘন্টাব্যাপী মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান লাভলু, সাধারন সম্পাদক রিপন মন্ডলসহ পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালে চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের ১০ জেলায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অবৈধ যান আলমসাধু, নসিমন, করিমন, ভটভটি চলাচল নিষিদ্ধ করেছে হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে চুয়াডাঙ্গার সবকটি রুটে অবৈধ যান চলাচল করছে। যার কারণে শুধু সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যাই বাড়ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবহন শ্রমিকরাও। বিষয়টি একাধিকবার প্রশাসনকে অবহিত করলেও কোন লাভ হয়নি। অবিলম্বে সড়ক থেকে অবৈধ যান চলাচল বন্ধ করা না হলে আগামী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট পালন করা হবে।
জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু বলেন, অবিলম্বে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করা না হলে আগামী ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে চুয়াডাঙ্গার অভ্যন্তরিন পাঁচটি ও খুলনা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয়া হবে। ১২ সেপ্টেম্বরের মধ্যে সমস্যার সমাধান না হলে ১৩ সেপ্টেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনাসহ সারাদেশের সাথে সকল প্রকার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়া হবে।
মানববন্ধনে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দার, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু কালামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে একই দাবিতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি