হুমায়ুন কবির, খোকসা/
পুষ্টি নির্ভর দেশ গড়ে তুলতে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় পারিবারিক সবজি বাগান করে স্বাবলম্বী হয়েছে উপজেলার অধিকাংশ কৃষক।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস কর্তৃক পরিচালিত ২০২০-২০২১ অর্থবছরে উপজেলায় বিভিন্ন প্রান্তে ১৭ টি পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপন করেন।
এ প্রকল্পের আওতায় কৃষকরা উপকৃত হওয়ায় এবং পরিবারের পুষ্টি চাহিদা পূর্ণ হওয়া সহ অতিরিক্ত সবজি বিক্রি করে কৃষক কৃষাণীরা স্বাবলম্বী হওয়া বাড়ির আঙিনায় পতিত জমিতে বছরব্যাপী সবজি চাষ করে নিজেদের পরিবারের সবজির চাহিদা সহ উদ্বৃত্ত সবজি বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার উদাহরণ সৃষ্টি করেছে।
খোকসা পৌরসভার মালিগ্রামের কৃষক মোঃ আব্দুস সাত্তার তার বাড়ির আঙিনায় দেড় শতক জায়গায় সবজি আবাদ করেছে। বাগানে রয়েছে পুঁইশাক, ডাটা শাক, কলাগাছ, পেয়ারা গাছ, আম গাছ, সহ বিভিন্ন ফল-ফলাদি। সবজির আবাদ করে পরিবারের চাহিদা পূরণ করেও উদ্বৃত্ত ফসল বাজারে বিক্রি করে অতিরিক্ত অর্থ উপার্জন করছে।
কৃষক আবদুস সাত্তারের মতন শিমুলিয়া ফুলতলা এলাকায় কৃষক বিল্লাল আলী মোল্লা নামে আরেক কৃষকের বাড়িতে গিয়ে দেখা গেছে বাড়ির আঙিনায় পতিত দেড় শতক জায়গায় সবজি আবাদ করেছে। লাগিয়েছে পেঁপে গাছ, পেয়ারা গাছ,আমড়া, কামরাঙ্গা সহ বিভিন্ন প্রজাতির সবজি। এছাড়াও শাক সবজির বাগান।
কৃষক বিল্লাল আলী মোল্লা বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আধুনিক প্রশিক্ষণ ও বিভিন্ন মৌসুমের বিভিন্ন সবজি চারা বিনামূল্যে পেয়ে বাড়ির আঙিনায় পতিত জায়গায় আবাদ করে নিজের পরিবারের সবজি চাহিদা সহ পুষ্টির চাহিদা পূর্ণ হচ্ছে। পরিবারের চাহিদর উদ্বৃত্ত সবজি স্থানীয় বাজারে বিক্রি করে প্রতিদিনের পরিবারের অর্থনৈতিক চাহিদা পূর্ণ হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, কৃষক প্রশিক্ষণ ও কৃষি উন্নয়ন প্রকল্পের বিভিন্ন আওতায় উপজেলার সবজি উৎপাদনের উপর প্রায় পাঁচ শতাধিক কৃষক- কৃষাণীদের আধুনিক প্রযক্তিতে প্রশিক্ষণ, উন্নত জাতের সবজির বীজ, সার, উপকরণ ও নির্ধারিত সময়ে তদারকির ফলে পারিবারিক সবজি বাগান করে খোকসার কৃষক - কৃষাণীগণ পরিবারের পুষ্টি চাহিদা পুরন করছে। অপরব দিকে অতিরিক্ত সবজি ও ফল বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। এ প্রকল্পের আওতায় উপজেলায় ১৭ টি কৃষক কৃষাণীর বাড়িতে এই সবজি বাগান তৈরি করা হয়েছে এবং আগামীতে এই প্রকল্পের কাজ চলমান রয়েছে।