দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন উপসর্গ নিয়ে। একই সময়ে ২৫১ টি নমুনা পরীক্ষায় ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৩ শতাংশ।
আজ মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সু¯’ হয়েছেন ৮৭ জন।’
তিনি আরও বলেন, ‘মারা যাওয়া ব্যক্তিরা কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’
বর্তমানে হাসপাতালে ৬০ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত রয়েছেন ৪৫ জন। বাকি ১৫ জন উপসর্গ নিয়ে। জেলায় হোম আইসোলেশনে আছেন ৬২৪ জন।
এর আগের ২৪ ঘণ্টায় জেলাতে করোনায় ৪ জনের জনের মৃত্যু হয়েছিল। এদের মধ্যে ১ জন উপসর্গ নিয়ে। একই সময়ে ২৭৩ টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৩৮ শতাংশ।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯১৭ জন এবং মারা গেছেন ৭৩৯ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি