December 22, 2024, 12:13 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের ভুয়া ডিআইজি পরিচয় দেয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে তার এক সহযোগীকে।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার মধ্যরাতে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের হাশেম আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩০) ও কুষ্টিয়া কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত হামিদ আলীর ছেলে আব্দুল লতিফ (৩৫)।
পুলিশ জানায়, গত কয়েকদিন আগে আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মহিদুল ইসলামকে নিজেকে পুলিশের ডিআইজি পরিচয় দিয়ে অজ্ঞাত নম্বর থেকে ফোন করেন একই উপজেলার ওসমানপুর গ্রামের হাশেম আলীর ছেলে উজ্জ্বল হোসেন। এসময় পুলিশের চাকুরি প্রত্যাশি মহিদুল ইসলামের ভাতিজা নাফিজ আলীকে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দেন উজ্জ্বল । চাকুরি পেতে ৮ লাখ টাকা দাবী করেন পুলিশের ডিআইজি পরিচয়দানকারীর সহযোগী আব্দুল লতিফ। এক পর্যায়ে মহিদুল ইসলাম ডিআইজি পরিচয় দেয়া উজ্জ্বলকে বিকাশের মাধ্যমে ৩৯ হাজার ৫০০ টাকা অগ্রিম পাঠান। পরে চাকুরি না দিয়ে পায়তারা শুরু করে প্রতারক চক্রটি। বিষয়টি বুঝতে পেরে মহিদুল ইসলাম আলমডাঙ্গা থানায় জানালে অনুসন্ধান শুরু করে পুলিশ। সোমবার সন্ধ্যায় মহিদুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় উজ্জল ও আব্দুল লতিফসহ আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।
রাতেই অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর হঠাৎ পাড়া থেকে উজ্জ্বলকে আটক করে পুলিশ। এরপর কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল লতিফকে আটক করা হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, পুলিশের চাকুরী দেয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়ে আসছিল প্রতারক চক্রটি। আজ সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply