প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪, ১২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২১, ৯:০০ পি.এম
খোকসায় গণটিকা দ্বিতীয় ডোজ আজ দেওয়া হবে
হুমায়ুন কবির, খোকসা/
সারাদেশের নায় গত মাসের গণশিক্ষা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আজ মঙ্গলবার কুষ্টিয়ার খোকসা উপজেলার নয়টি ইউনিয়ন নির্ধারিত টিকা কেন্দ্রে প্রদান করা হবে।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার নয়টি ইউনিয়নের নির্ধারিত টিকাদান কেন্দ্রে প্রথম ডোজ কার্যক্রমের দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। তিনি আরও জানান এতে ৪ হাজার ৫'শ জন ব্যক্তিকে দ্বিতীয় ডোজ টিকা প্রদানের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা টিকাদান কেন্দ্রেও অন্যান্য দিনের মতো যথারীতি টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তিনি আরো বলেন, এ পর্যন্ত উপজেলায় প্রায় ২৩ শতাংশ ব্যক্তির মাঝে করোনার টিকা প্রদান করা হয়েছে। বাকি ডিসেম্বর মাসের মধ্যে প্রায় ৮০ শতাংশ টিকাদান কার্যক্রম সম্পন্ন হবে।
অপরদিকে টিকাদান কার্যক্রমের সুফল উপজেলাবাসী পেতে শুরু করেছে। গত এক সপ্তাহ যাবত উপজেলায় এবং জেলা পর্যায়ে করোণা মহামারীর প্রাদুর্ভাব নাই বললেই চলে। খোকসা উপজেলায় এ পর্যন্ত মোট ৩৫ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি