দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশে করোনাভাইরাস শনাক্তের হার কমায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে। এদিন থেকেই শ্রেণিকক্ষে পাঠদানও শুরু হবে।
রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৯ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সম্পন্ন হবে। স্কুল-কলেজ খোলার শুরুর দিকে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন স্কুলে আসতে হবে। এছাড়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসবে।
তিনি আরো বলেন, ১২ সেপ্টেম্বর শুরুর দিন চার থেকে পাঁচ ঘণ্টা শ্রেণি পাঠদান হবে। পর্যায়ক্রমে পাঠদানের সংখ্যা বাড়ানো হবে। প্রতিটি প্রতিষ্ঠানকে চেকলিস্ট পূরণ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। র্যান্ডম স্যাম্পলিং করে সংক্রমণের ঝুঁকি থাকলে বন্ধ করার সিদ্ধান্তও নেয়া হতে পারে।
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে প্রবেশ করাতে হবে। স্কুলে আপাতত কোনো অ্যাসেম্বলি হবে না। তবে শারীরিক ও মানসিকভাবে শিক্ষার্থীদের ভালো অবস্থানে রাখতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা খেলাধুলা চলবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি