প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২১, ৭:৩৬ পি.এম
খোকসা চাঁদট মাদ্রাসা শিক্ষক শিহাব উদ্দিন এর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়া খোকসা চাঁদট এম বি মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক আবুল কাশেম মোহাম্মদ শিহাব উদ্দিন এর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের চাঁদট মাদ্রাসা নতুন ভবনে মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ শহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ইয়াকুব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, বনোগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম জমির, বিলজানি দাখিল মাদ্রাসার সুপার আব্দুল আউয়াল, গনেশপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ বদিউজ্জামান প্রমুখও।
আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয় সাধন কল্পে ১৯৬৯ সালে কয়েকজন ধর্মীয় এলাকাবাসীর সহযোগিতায় চাঁদট এম বি মদিনাতুল উলুম ফাযিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রভাষক আবুল কাশেম মোঃ শিহাব উদ্দিন এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। সরকারি বিধির কারণেই রবিবার তার কর্মময় জীবনের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হলো।
নিজ হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত ভাবে বললেন, দ্বীনের পথে নিজেকে নিবেদিত করতে পারায় আমি আনন্দিত। সেই সাথে নিজ হাতে গড়া হাজার শিক্ষার্থী বিভিন্ন জায়গায় কর্মরত আছেন এটা আমার অহংকার।
তিনি আরো বলেন, জীবন স্মৃতি বিজড়িত মাদ্রাসাটি ছেড়ে চলে যেতে হবে আজ থেকে। তবে দ্বীনি শিক্ষার এই বাতিঘরটি অনন্তকাল জীবিত থাকুক এমনটাই আশা প্রকাশ করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাবুল আক্তার বলেন, মানুষ গড়ার কারিগর ছিলেন আমাদের শিক্ষক প্রভাসক আবুল কাশেম মোহাম্মদ শাহাব উদ্দিন ওরফে ছোট হুজুর। তিনি শুধু শিক্ষিত মানুষই করে দিয়ে যাননি, মানুষ গড়ার এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে দিয়ে গেছেন। যা অনন্তকাল থাকবে আমাদের মাঝে। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
প্রধান অতিথির বক্ততায় আগে উপস্থিত অডিয়েন্সের সকল তার প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক সহকর্মী ও বিভিন্ন মানুষের বিভিন্ন উপহার সামগ্রী বিদায়ী শিক্ষকের হাতে তুলে দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আবেগঘন এক দোয়া মাহফিল মোনাজাত ও উপস্থিত সকলের অ্যাপ্যয়ন এর ব্যবস্থা করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি