জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে ইন্তাজ আলী (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেল ৩ টার দিকে আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামে ওই ঘটনা ঘটে। মারা যাওয়া ইন্তাজ আলী একই গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে।
স্থানীয়রা জানান, ইন্তাজ আলী দীর্ঘদিন ধরে মানসিকরোগে ভুগছিলেন। আজ দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান ইন্তাজ আলী। পরে তিনি নিখোঁজ হন। বিকেলে ওই পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
চিৎলা গ্রামের হাসানুজ্জামান সরোয়ার জানান, ইন্তাজ আলী দীর্ঘদিন ধরে মানসিক ও মৃগীরোগে ভুগছিলেন। তিনি গ্রামের এখানে সেখানে ঘুরে বেড়াতেন। আজ দুপুরে পুকুরে গোসল করতে নামলে তিনি ডুবে যান।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি