প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২১, ৮:২৪ পি.এম
অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
অনলাইন সাংবাদিকদের অধিকার আদায়ের জাতীয় সংগঠন অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) শহরের কোর্টপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে অনলাইন প্রেস ইউনিটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা শাখার সভাপতি শৈবাল আদিত্যের সভাপতিত্বে পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়ার উপদেষ্টা মানুষ মানুষের জন্য, কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৃতিপ্রেমিক শাহাবউদ্দিন মিলন৷
সভায় বক্তব্য দেন অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ ইউসুফ খান লিটন, সিনিয়র সহ-সভাপতি মিলন মাযহার, সহ-সভাপতি শরিফুল হক পপি, যুগ্ন-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রবিউল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রুমেল, দপ্তর সম্পাদক পাভেল ইমতিয়াজ, প্রচার সম্পাদক সেলিম আহম্মেদ তাক্কু, প্রকাশনা সম্পাদক প্রিতম মজুমদার, কার্যকরী সদস্য জালাল খোকন, আরফিন সাগর, আক্তার হায়দার প্রমুখ৷
সভায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা কলামিষ্ট মোমিন মেহেদী এবং কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি অর্পণ মাহমুদ৷
এসময় আরও উপস্থিত ছিলেন,
জাতীয় দৈনিক দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ডাঃ এম এ মান্নান, জি-বাংলা টিভির জেলা প্রতিনিধি নোবাজ্জেল হোসেন সোহান, জেলা প্রেস ইউনিটির সদস্য মাসুদ সোলাইমান লিটন, মীর কুশল, ,ইদ্রিস আলী সহ সংবাদযোদ্ধাগণ।
সভায় বক্তারা বলেন, অনলাইন সংবাদযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে৷ সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সকল অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে৷
সভার সঞ্চালনা করেন অনলাইন প্রেস ইউনিটি, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নাব্বির আল নাফিজ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ১১ সেপ্টেম্বর, শনিবার সকালে শহরে মাস্ক বিতরণ এবং কালীগঙ্গা নদীতীরে বৃক্ষরোপনের কর্মসূচি ঘোষণা করা হয়৷
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি