October 30, 2024, 8:03 pm
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আমন ধানের আবাদ হয়েছে। সরকারিভাবে কৃষকদের উন্নত প্রশিক্ষন, উন্নত বীজ সার ও দম বেশি পাওয়ায় ২০২১ সালে লক্ষ মাত্রার চেয়েও বেশি জমিতে আমন ধানের চাষ করেছেন স্থানীয় কৃষকগণ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ বছর আমন আবাদের লক্ষ মাত্রা ছিল ৬ হাজার ৭’শ হেক্টর জমি। উপজেয় আনাদ হয়েছে ৬ হাজার ৭৯০ হেক্টর জমিতে।
সবচেয়ে বেশি আমন ধানের আবাদ হয়েছে উপজেলার শিমুলিয়া ইউনিয়নে ১ হাজার ৩০ হেক্টর জমি।
এ ছাড়াও জানিপুর ইউনিয়নে ১ হাজার ২৩, জয়ন্তীহাজরা ইউনিয়নে ৯১৮, ওসমানপুর ইউনিয়নে ৯০৮, বেতবাড়িয়া ইউনিয়নে ৭৮২, শোমসপুর ইউনিয়নে ৭১০, গোপগ্রাম ইউনিয়নে ৫১৫, আমবাড়িয়া ইউনিয়নে ৩৬৬, পৌরসভা ২৭৭, ও খোকসা ইউনিয়নে ২৬৭ হেক্টর জমি।
উপজেলায় এবছর আমন ধানে উফশী জাতের বীজ ছিল বি আর, ৭১, ৭২, ৭৫, ও ৮৯।
হাইব্রিড জাতের বীজের মধ্যে বেশি জমিতে আবাদ হয়েছে ৭০০৬ জাতের বীজ।
উপজেলার বিভিন্ন প্রান্তে কৃষকদের সাথে আলোচনা করে জানা গেছে এবারের আমন ধানের বেশি পরিমাণ আক্রান্ত হচ্ছে মাজরা পোকা। আর ঔষধ ও বিভিন্ন প্রকার বালাইনাশক ব্যবহার করলেও দমন পাওয়া যাচ্ছে না।
তবে এ বিষয়ে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তারা বলছেন, মাজরা পোকা দমনে প্রতিটা জমির মাঝে যদি ডাল কেটে দেওয়া যায় তাহলে এর থেকে বেশি উপকার পাওয়া যাবে পাখি বসলে মাজরা পোকা খেয়ে ফেলবে।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, ধানের দাম বেশি পাওয়া, সময় মতন কৃষকদের উন্নত প্রশিক্ষণ সহ কৃষি উপকরণ ( সার বীজ ও কিটনাশক) কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কারণে এবার উপজেলায় আমন ধানের আবাদ বেশি হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার থেকেও বেশি পরিমাণ আমন ধান উৎপাদন হবে।
Leave a Reply