প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২১, ৬:৪৪ পি.এম
বসাকষ্টের বিল কে নিয়ে জেলে পাড়ায় প্রাণচঞ্চল
হুমায়ুন কবির/
কুষ্টিয়া রাজবাড়ী সীমান্তঘেঁষা বসা কুষ্টিয়া বিল কে নিয়ে জেলেপাড়ায় প্রাণচঞ্চল ফিরে পেয়েছে। দীর্ঘদিন প্রভাবশালীদের দখলে থাকা এই বিল কে ঘিরে ব্যবসা-বাণিজ্য করে খাওয়ায় জেলে পল্লীতে একরকম দুর্বিষহ জীবন নেমে এসেছিল। চলতি বছরে বসা কুষ্টিয়ার এই বিল কে ভারত প্রভাবশালী মুক্ত করে সাধারণ জেলেদের জন্য মাছের অভয়ারণ্য করে দেওয়াই জেলেপল্লীর মাঝে প্রাণচঞ্চল ফিরে এসেছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী বাসা কুষ্টিয়ার আশপাশের কয়েকটি গ্রাম, স্থানীয় বাজার ও জেলেপল্লী দের মাঝে ঘুরে দেখা গেছে, প্রায় দু'শ হেক্টর জমির বিলকে ঘিরে মাছ শিকারের উপকরণ সংগ্রহে ব্যাস্ত সময় ব্যায় করছে জেলেরা।
জেলে পল্লীতে কেও বুনছে খেপলা জাল, কেও বুনছে সূতি জালের কাঠি। আবার কেওবা তৈরি করছে পানিতে ভাসা তালের ডিঙ্গি নৌকা।
কুড়াল, হাতুড়ি, বাটাল ও বাইশ দিয়ে দক্ষ ডিঙ্গি নৌকা তৈরি কারিগর তৈরি করছে ডিঙ্গি তালের নৌকা।
এ সবই আয়োজন কারন ধরা হবে মিঠা পানির দেশীয় মাছ ( টাকি, শোল, পুঁটি, কৈই, শিং, টেংড়া ও দাড়কো) ধরার জন্য।
বসা কুষ্টিয়া গ্রামের বৃদ্ধ জেলে ইন্তাজ বলছিলেন, ছোট বেলা থেকে বাবার হাত ধরে এ বিলের মাছ ধরে আমাদের সংসার চলেছে। প্রচুর মাছ ধরেছি, খেয়েছি ও বাজারে বিক্রি করেছি। এলাকার প্রভাবশালীরা বুলে মাছ ছেড়ে আমাদের মাছ ধরতে না দেওয়ায় আমরা মানবেতর জিবন যাপন করছি।
দীর্ঘদিন পর বসা কুষ্টিয়ার এই বিল আবার আমাদের মাছ শিকারের অভয়ারণ্য করে দেওয়ায় আমরা আনন্দিত। আমরা এখন আবার মাছ স্বীকার করব। তবে আগের মতন এখন মাস পাব কিনা সেটাই সন্দেহাতীত।
ইন্তাজ এর মতন প্রায় দুই শতাধিক জেলে পরিবার অপেক্ষায় রয়েছে, বসা কুষ্টিয়ার এই বিলের মাছ আহরণ করে তাদের জীবন-জীবিকা নির্বাহ করবে।
আর সে লক্ষে জেলে পল্লীতে ডিঙ্গি নৌকা, জাল ও মাছ ধরার উপকরণ তৈরিতে ব্যাস্ত সময় পার করছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি