দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
শ্রমিক নেতা নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার খোকসায় পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের পাতেলডাঙ্গী গ্রামের শ্রমিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক এর পৃষ্ঠপোষকতায় পাতেলডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত কৃষি শ্রমিক চেয়ারম্যান মোঃআমিরুল ইসলাম শেখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক মেম্বর মোঃ আব্দুল গফুর শেখ ও মোঃ ফারুক শেখ।
উক্ত প্রীতি ম্যাচ ফুটবল টুর্নামেন্টের শক্তিশালী কৃষি শ্রমিক সিনিয়র দল বনাম শক্তিশালী কৃষি শ্রমিক জুনিয়ার দলের মধ্যে তিব্র প্রতিদ্বন্দীতা পূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শত শত দর্শকের মূহু মূহু করতালিতে খেলার মাঠ প্রানবন্ত হয়ে ওঠে।
খেলায় পাতেলডাঙ্গী শক্তিশালী কৃষি শ্রমিক সিনিয়র দল চ্যাম্পিয়ন ও শক্তিশালী কৃষি শ্রমিক জুনিয়র দল রানার আপ হন। খেলায় (৪ – ০) গোলে জ পরাজয় হয়।
খেলা পরিচালনা করেন মোঃ হাবিব শেখ।
পরে খেলা দেখতে আসা শত শত দর্শকদের উপস্থিতিতে পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারেক নিজ হাতে বিজয়ী ও পরাজিত দু’দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ প্রচলিত নিয়ম মোতাবেক এলাকায় মাঠ শ্রমিকের প্রতিনিধি চেয়ারম্যান নির্বাচনে তৃতীয় বার নির্বাচিত হয়েছেন মোঃ আমিরুল ইসলাম। তাকে বরণ করতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে বলে আয়োজক কমিটি জানান।
Leave a Reply