হুমায়ুন কবি/
কুষ্টিয়া সরকারি কলেজের ফিজিক্স মাস্টার্স এর মেধাবী শিক্ষার্থী মোছাঃ রুপা খাতুন কে সেলাই মেশিন উপহার দিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম।
রুপা কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মঠমালিয়াট গ্রামের মৃত ছানাউল্লাহ মালিথার মেয়ে। চার সদস্যের একমাত্র উপার্জনক্ষম দিনমজুর পিতা গতবছর মারা জান। অসুস্থ মা বিভিন্ন ভাবে অসুস্থ শরীর নিয়ে কোন রকম দুই মেয়েকে লেখাপড়া শেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ছোট বোন কুমারখালী ডিগ্রী মহিলা কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
রুপা খাতুন উপজেলা সমাজসেবা অধিদপ্তর এর অধীনে দর্জি বিজ্ঞানের প্রশিক্ষন নেন, কিন্তুু অর্থের অভাবে সেলাই মেশিন কিনতে পারছেনা। বিষয়টি ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম এর নজরে আসলে রুপাদের পরিবারের পাশে দাড়িয়ে আজ শুক্রবার সকালে একটি সেলাই মেশিন উপহার দেয়।
ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল পরিচানায় সেলাই মেশিন উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা। সাংবাদিক দ্বীপু মালিক, কুমারখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম মেহেদী হাসান, সাংবাদিক মাসুদ রানা প্রমুখ।
Leave a Reply