December 22, 2024, 8:49 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের দৈনিক পত্রিকা সম্পাদকদের গুরুত্বপূর্ণ সংগঠন সম্পাদক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে দৈনিক বণিক বার্তার সম্পাক দেওয়ান হানিফ মাহমুদকে।
পরিষদের এক সভায় এই দায়িত্ব প্রদান করা হয়। হানিফ উক্ত পরিষদের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
সম্প্রতি সংগঠনটির সাধারণ সম্পাদক পদ থেকে নঈম নিজাম পদত্যাগ করলে ঐ পদটি শুণ্য হয়।
ইংরেজী দৈনিক দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত সংগঠনটি সভায় নঈম নিজাম পদত্যাগপত্র গ্রহন করে সহ-সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদকে সাধারণ সম্পাদকের ভারপ্রাপ্ত দায়িত্ব অর্পন করা হয়।
সম্পাদক পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
দেওয়ান হানিফ মাহমুদ দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন। তিনি বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের কৃতি সন্তান ; তার জন্মস্থান মেহেরপুর জেলা। পড়াশোনা করেছেন কুষ্টিয়া সরকারী কলেজসহ দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে।
সাংবাদিকতার পাশাপাশি তিনি কাজ করেছেন সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে। তিনি প্রেস কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(নোয়াব) নির্বাহী কমিটির সদস্য। এর আগে ২০১২ সালের ৫ সেপ্টেম্বর থেকে তিন বছরের জন্য বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পর্ষদে পরিচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক হিসেবেও নিযুক্ত ছিলেন দেওয়ান হানিফ মাহমুদ।
তার নতুন এই দায়িত্ব প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর কুষ্টিয়া থেকে প্রকাশিত ও প্রচার সংখ্যায় শীর্ষ বাংলা পত্রিকা দৈনিক কুষ্টিয়া ও ইংরেজী উইকলি দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান।
Leave a Reply