December 23, 2024, 2:11 am
দৈনিক কুষ্টিয়া অনল্ইান/
খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৪৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ।
এর আগের ২৪ ঘন্টায় বিভাগে ৫ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২৭১ জনের।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে এ তথ্য পাওয়া যায়।
বিভাগে ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এ ছাড়া খুলনা একজন, যশোরে চারজন, মাগুরা ও ঝিনাইদাহে একজন করে মারা গেছেন।
বিভাগে প্রাধম করোনা শনাক্ত হয় গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙা জেলায়। ঐ সময় থেকে আজ সকাল পর্যন্ত ১০ জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৮।
বিভাগের মধ্যে করোনায় সর্বোচ্চ ৭৫৯ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলাতে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৩১ জনের। এ ছাড়া যশোরে ৪৬১, ঝিনাইদহে ২৬১, চুয়াডাঙ্গায় ১৮৭, মেহেরপুরে ১৭৮, বাগেরহাটে ১৪০, নড়াইলে ১১৩, সাতক্ষীরায় ৮৮ ও মাগুরায় ৯০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় ১০ জেলায় সুস্থ হয়েছেন ৪৫৫ জন। ১০ জেলায় মোট সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৩৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় ৪৫ জন। অন্য জেলাগুলোর মধ্যে খুলনায় ৪০, ঝিনাইদহে ১১, যশোরে ১৭, নড়াাইলে ৯, বাগেরহাটে ৯, মাগুরায় ২, সাতক্ষীরায় ৭ ও মেহেরপুরে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে চুয়াডাঙায় কোনো নমুনা পরীক্ষা হয়নি।
বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ৮৯৯ জনের। এর মধ্যে সবোর্চ্চ শনাক্ত হয়েছে খুলনায় ২৭ হাজার ২৭৪ জন। দ্বিতীয় যশোর জেলায় ২১ হাজার ১২৪ জন এবং কুষ্টিয়ায় ১৭ হাজার ৬৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
Leave a Reply