December 22, 2024, 4:50 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোকসভা ও দোয়া মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি। আজ মঙ্গলবার ক্যাম্পাসে সমিতির কার্যালয় চত্বরে সীমিত পরিসরে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন। বিশেষ অতিথি ছিলেন ইবি বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন।
কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানের পরিচালনায় স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্মকর্তা সমিতির সাবেক সভাপতি ডাঃ রবিউল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলী হাসান, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ড. আমানুর আমান, ইবি বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আব্দুর রশীদ বকুল, কর্মকর্তা সমিতির সহ-সভাপতি গোলাম আযম পালাশ এবং ইবি বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সম্পাদক দেওয়ান টিপু সুলতান।
এ সময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের হত্যাকারীদের বিচারের অসমাপ্ত প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ গ্রহনের আহবান জানান। তারা বলেন বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পন্ন হলেই এ দেশের প্রকৃত মুক্তি ঘটবে।
সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন, বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত এবং কাঙালি ভোজের আয়োজন করা হয়।
Leave a Reply