October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় আলোচিত আব্দুল খান হত্যা মামলায় হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।
একই সঙ্গে আসামীদের ১০ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা, অনাদায়ে আরও বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ২০১৪ সালের ২০ জুন বোরে মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল খানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ মজিবুল গংরা। এ ঘটনায় ঐ দিনই পাঁচজনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন আব্দুল খানের ছেলে নাজমুল খান।
রায় ঘোষণার সময় আদালতে দন্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল খানের ছেলে মজিবুল (৪৭), বাবু খানের ছেলে সাইফুল খান (৪২), বাবু খানের আরেক ছেলে আরিফ (৩৭), মৃত ইনছার খানের ছেলে শফি খান (৪৩), সন্তোষ মন্ডলের ছেলে আসাদুল (৩৬)। তারা সবাই মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা।
Leave a Reply