December 23, 2024, 2:14 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের জেলাগুলোতে মোট ১ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করোনা শনাক্ত হয়েছে ২৭১ জনের। শনাক্তের হার ১৪ দশমিক ৫২।
এর আগের ২৪ ঘন্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২২৬ জনের। আগের দিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৯২।
সোমবার (৩০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য দফতর থেকে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা, যশোর, মাগুরা, ঝিনাইদাহ ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ৭৫১ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৯৪ জন। সুস্থ হয়েছেন ৯৬ হাজার ৯৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ১০ জন, সাতক্ষীরায় ১৮ জন, যশোরে ২৬ জন, নড়াইলে ৭, মাগুরায় ১৩ জন, ঝিনাইদহে ২৬ জন, কুষ্টিয়া ৭৯ জন, চুয়াডাঙ্গায় ২ ও মেহেরপুরে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তের সংখ্যা বিবেচনায় ২৭ হাজার ২৩৪ জনের করোনা শনাক্ত নিয়ে বিভাগে শীর্ষে আছে খুলনা জেলা। সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
Leave a Reply